সিলেটে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিলেটের বিশেষ জেলা ও দায়রা জজ (জননিরাপত্তা ট্রাইব্যুনাল)-এর বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী (৪০) নেত্রকোণার মহিষবের আগিয়া বাজার পূর্বধলা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। রায়ে এ মামলার লিটন মিয়া নামের আরেক আসামি খালাস পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. মফুর আলী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ১৩ নভেম্বর সিলেট নগরের তালতলা এলাকার গুলশান হোটেল থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করে র্যাব। পরে র্যাবের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সিলেট কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এরপর পুলিশ মামলার তদন্ত করে ২০১৪ সালের ২০ জানুয়ারিতে মোহাম্মদ আলী ও লিটন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালতের বিচারক এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত এবং খালাসপ্রাপ্ত দুই আসামিই বর্তমানে পলাতক।
পিপি মফুর আলী বলেন, মাদক মামলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে নির্দেশনা দেয়া হয়েছে।