সিলেটে ১৩০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের বিশেষ অভিযানে চিনি জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানার লাক্কাতুরা বাজার থেকে চিনিবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকে ১৩০ বস্তায় সাড়ে ৬ হাজার কেজি চিনি ছিল। যার বাজারমূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।
অভিযানকালে দুই চোরাকারবারিকে আটক করে ডিবি।
আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ (তোয়াকুল) গ্রামের বাবুল আহমদের ছেলে আফজল হোসেন (২৪) ও কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (৩৩)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।