চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে বেসরকারি বিএম কন্টেইনার ডিপুতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের সাতজন কর্মী রয়েছে। শনিবার রাতের এই দুর্ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান ব্রিফিং করে সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে মমিনুল হক (২৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাঁশখালীর ছনুয়া মধুখালী গ্রামের ফরিদুল আলমের ছেলে। বাকীদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপুতে বিস্ফোরণ, নিহত ১৮
জানা গেছে, অনুমানিক রাত ১০টার দিকে সোনাইছড়ির কেশবপুরে অবস্থিত বিএম (প্রাইভেট) কন্টেইনার ডিপুতে (সাবেক কাসেম জুট মিলস) আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নগরীর বিভিন্ন ফায়ার স্টেশন ও সীতাকুণ্ডের কুমিরা থেকে অন্তত আটটি গাড়ি আগুন নির্বাপণের কাজ করার সময় রাত ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত কয়েকশ শ্রমিক, ফায়ার সার্ভিস কর্মী ও শিল্প পুলিশের সদস্যরা আহত হন। ভয়াবহ বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক অন্যান্য কন্টেইনার বিস্ফোরণ ঘটতে থাকে।