সীতাকুণ্ড অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।
এর আগে বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল (কেশবপুর) এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত ও শতাধিক আহত হয়।
আহতদের মধ্যে নয়জন হলেন- মো নুর হোসেন(৩০), মো. আরাফাত(২২), মোতালেব(৫২), ফ্যান্সি (৩০), মো. জসিম উদ্দিন(৪৫), নারায়ণ(৬০), মো. ফোরকান দাদা(৩৫), শাহরিয়ার(২৬) ও মো. জাহিদ হাসান (২৬)।
আহত ৩০ জন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সীমা অক্সিজেন প্ল্যান্টে বড় বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে সীতাকুণ্ড, কুমিরা ও চট্টগ্রাম ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ১১ দোকান ও ৬ গোডাউন আগুনে পুড়ে ছাই
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজ সন্ধ্যায় ইউএনবিকে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে।
মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ৫০