বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) সকাল ১১টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে সীমানা পিলার ৯৬২ এর ১৫০ গজের মধ্যে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জে রংপুর সেক্টরের লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়ন ও কোচবিহার সেক্টরের মধ্যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
রংপুর সেক্টরের উপ-মহাপরিচালক মামুনুর রশিদের নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ কোচবিহার সেক্টরের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি শ্রী জিএস ধনিওয়াল।
দুই ঘণ্টার দীর্ঘ বৈঠকে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী মাদক ও গবাদিপশু চোরাচালান এবং মানবপাচার রোধের উপায় নিয়ে আলোচনা করে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: খুলনাসহ ৪ জেলায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন