দেশে সুশাসন নিশ্চিত করতে আইনজীবীদের তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বুধবার পাবনা জেলা বারের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়... এ ক্ষেত্রে আইনজীবীদের তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী, তাই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
সাবেক বিচারপতি ও আইনজীবী সাহাবুদ্দিন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারক ও আইনজীবীদের সহযোগিতার ওপর।
তিনি বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে সুসম্পর্ক থাকলে আইনের শাসন নিশ্চিত হয়।
আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘এখানে বিশুদ্ধতা সবচেয়ে বেশি প্রয়োজন। আইনজীবীরা সেই বেঞ্চকে সহায়তা করতে পারে না যেখানে দুর্নীতি সমাজকে কলঙ্কিত করে।’
আইনজীবী শুধু বিচারকদের তাদের আইনি কাজে সহায়তা করেন না, মাঝে মাঝে তাদের পথপ্রদর্শনও করেন, তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের কল্যাণে আইন প্রবর্তন করা হয়।
তিনি বলেন, আইনকে সুন্দরভাবে উপস্থাপন করা, আইনের সুস্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান।
আরও পড়ুন: জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
এর আগে রাষ্ট্রপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু কর্নারে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির ফলক উন্মোচন করেন।
তিনি সেখানে জেলা ও দায়রা জজ আদালত জাদুঘর পরিদর্শন করেন। এর আগে রাষ্ট্রপতি আদালত প্রাঙ্গণে পৌঁছালে জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদের নেতৃত্বে সিনিয়র বিচারপতিরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
রাষ্ট্রপতি ‘মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক’ পরিদর্শন করেন।
আরও পড়ুন: বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে দেশি-বিদেশি অপশক্তিকে প্রতিহত করুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন