সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বেড়েছে লেনদেনও।
লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৯ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২১ পয়েন্ট।
প্রথমার্ধের লেনদেনে ২৯১টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত আছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম দুই ঘণ্টায় ঢাকার বাজারে ২৩০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজার: ঢাকা-চট্টগ্রামে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৮২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৪৩টি কোম্পানির মধ্যে ৯২টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত আছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের প্রথমার্ধে চট্টগ্রামের বাজারে ২৩ কোটি ৩৭ লাখ টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।