আগামী পাঁচদিন সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে না বাংলাদেশ বিমানের কোনও ফ্লাইট। এই সময়ে সৌদিগামী ফ্লাইট স্থগিত থাকবে।
বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাণিজ্যিক বিমান পরিসেবা চালু করেছে সরকার
বিমান কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে আগামী ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে।
ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যেকোনো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: ‘কে-নাইন’: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তায় অন্যন্য এক বাহিনী
ফ্লাইটসহ যে কোন বিষয়ে তথ্য জানতে বিমান কল সেন্টারের 01990997997 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।