ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
যশোর, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের অধীনে ১৪ মে’র স্থগিত পরীক্ষা ২৭মে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ আটটি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ মে’র স্থগিত পরীক্ষা ২৮মে অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: লিখিত পরীক্ষার পরে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
সোমবার রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে লিখিত পরীক্ষা আগাম ২৩ মে শেষ হবে। এরপর ১৪ ও ১৫ মে’র স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে।
এর আগে, ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কুমিল্লা শিক্ষাবোর্ড, যশোর শিক্ষাবোর্ড ও বরিশাল শিক্ষাবোর্ড; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আর ১৫ মে অনুষ্ঠেয় দেশের সব শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
আরও পড়ুন: মোখার কারণে ১৫ মে সব শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় মোখা: ছয় শিক্ষাবোর্ডের ১৪ ও ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত