স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল জেনেভায় বৈঠকে যোগ দিতে মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
আগামী ১৬-১৮ মে অনুষ্ঠেয় 'সংসদের স্পিকারদের ষষ্ঠ বিশ্ব সম্মেলনের প্রস্তুতি কমিটির প্রথম সভা' শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।
আরও পড়ুন: নেপাল-ভুটানের সঙ্গে সংযোগ সহজ করবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর: স্পিকার
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ ও যুগ্ম সচিব মো. এনামুল হক।
সুইজারল্যান্ড সফরকালে স্পিকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সদর দপ্তরে 'সংসদের নারী স্পিকারদের ১৫তম শীর্ষ সম্মেলনের প্রস্তুতি কমিটি' শীর্ষক বৈঠকে অংশ নেবেন।
আগামী ২০ মে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার আহ্বান স্পিকারের