চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কার ঘটনায় গ্রেপ্তার ট্রাকচালক ও তার সহকারীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আসামিরা হলেন- ট্রাকচালক মুজিবুর রহমান ও তার ছেলে সহকারী মো. রিফাত মিয়া। তারা ময়মনসিংহের ত্রিশালের বাসিন্দা।
শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. শাহজাহান বলেন, ‘দুই সমন্বয়কের গাড়িবহরে চাপা দেওয়ার ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ধারার মামলায় দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল কারাগারে
সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ নম্বর ধারায় বলা আছে, নির্ধারিত সীমার অতিরিক্ত গতি, বেপরোয়াভাব, ওভারটেকিং, ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীন মোটরযান চালানোর ফলে কোনো দুর্ঘটনায় যদি জীবন বা সম্পত্তির ক্ষতি হয়, তাহলে মোটরযানের চালক বা কন্ডাক্টর বা সহায়তাকারী ব্যক্তির অনধিক ৩ বছর কারাদণ্ড, সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
গত ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় হাসনাত ও সারজিস নিহত আইনজীবী সাইফুল ইসলামের বাড়ি লোহাগাড়ার চুনতি ফারাঙ্গা থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, ২টি প্রাইভেটকার ও একটি পাজেরো ছিল।
সাইফুলের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা। ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত ও সারজিস ছিলেন। পরে একটি প্রাইভেটকার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত গাড়িটিতে হাসনাত ও সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন, তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার দিন রাতেই ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক বাদী হয়ে লোহাগাড়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।