গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত 'শহীদি মার্চে' যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়েছেন শত শত ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সেখানে সর্বস্তরের মানুষের ভিড় শুরু হয়। তাদের জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ আবু সাঈদসহ আরও অনেকের আত্মত্যাগের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আরও পড়ুন: জনগণের অর্থ আর অপচয় হতে দেওয়া হবে না: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা
কেন্দ্রীয় শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হবে।
এই অনুষ্ঠানের লক্ষ্য হলো শহীদ ও আহতদের প্রতি সংহতি এবং স্মরণে সারা দেশের শিক্ষার্থী এবং জনসাধারণকে একত্রিত করা।
এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শহীদি মার্চে অংশ নেওয়ার আহ্বান জানান।
জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। ১৬ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারপন্থী কর্মী ও ছাত্রদের সংঘর্ষ সহিংস আকার ধারণ করলে আন্দোলন আরও বেড়ে যায়।
সুপ্রিম কোর্ট কোটার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য হস্তক্ষেপ করলেও অস্থিরতা অব্যাহত থাকে।
নতুন করে সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়েছে। এসব সহিংসতায় ৮০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। পদত্যাগের পরপরই শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন: ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে ‘অবশ্যই চুপ’ থাকতে হবে: ইউনূস