কাতার চ্যারিটি (কিউসি) বাংলাদেশে 'কোরবানি কর্মসূচি' বাস্তবায়ন করেছে। এতিম ও বিধবাসহ ২০ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত ব্যক্তিকে সহায়তা দিয়েছে সংস্থাটি।
বুধবার (১৯ জুন) সংহতি ও সহমর্মিতার মূল্যবোধ সমুন্নত রাখতে কাতার চ্যারিটির পক্ষ থেকে এতিম পরিচর্যা কেন্দ্রসহ দেশের ১৮টি স্থানে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়।
বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ আমিন হাফিজ ওমর কিশোরগঞ্জের ভৈরব এতিম পরিচর্যা কেন্দ্র থেকে সরাসরি বিতরণ কার্যক্রম তদারকি করেন।
উপকারভোগীদের কাছে মাংস সহজে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি বিতরণ স্থানে কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশে আরও ৪টি এতিম ভবন নির্মাণ কাতার চ্যারিটি’র
কুরবানি কর্মসূচি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেয়েছে যারা কেবল কর্মসূচিটি উদ্বোধন করতে বিভিন্ন স্থানে অংশ নেয়নি বরং দরিদ্র সম্প্রদায়ের সহায়তায় কাতার চ্যারিটির গৃহীত উদ্যোগের জন্য তাদের প্রশংসা প্রকাশ করেছে।
আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উপকারভোগীরা কোরবানির পশুর মাংস সরবরাহের জন্য কাতার চ্যারিটি এবং এর দাতাদের আন্তরিক ধন্যবাদ জানান।
আরও পড়ুন: কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেল ৫৭,৯৭০ জন
সালমা আক্তার নামে এক বিধবা নারী উচ্ছ্বসিত হয়ে বলেন, 'কাতার চ্যারিটির কাছ থেকে ঈদের দিন মাংস পেয়ে আমরা আনন্দিত। কারণ আমরা মাংস বা কোরবানির গরু কেনার সামর্থ্য নেই।’
অভাবী কৃষক সুলতান আহমেদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, 'ঈদুল আজহায় কোরবানির পশুর মাংস না পেলে কষ্ট হতো। কাতার চ্যারিটিকে ধন্যবাদ, এটি আমাদের জন্য আনন্দ বয়ে এনেছে।’
আরও পড়ুন: ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে কাতার চ্যারিটির গ্যাস সিলিন্ডার বিতরণ