হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে হ্যাঙ্গারে পরস্পরের মধ্যে ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমানের উড়োজাহাজ দুটি উড্ডয়নের জন্য প্রস্তুত। বিমানের দক্ষ প্রকৌশলীদের প্রচেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং এর সহায়তায় স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম করা হয়েছে।
বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের সূচনালগ্নে তাদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। ইন্সিডেন্ট এর বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, ১০ এপ্রিল ২০২২ আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ হ্যাঙ্গারের অভ্যন্তরে প্রবেশ করানোর সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে। ফলে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বামদিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।