বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারের ব্যবস্থাপনার কারণে গত ১০ বছরের মধ্যে এবার চামড়ার সর্ব্বোচ্চ দাম পেয়েছে ব্যবসায়ীরা। তিনি বলেন, কিছু অপতথ্য প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, কিছু চামড়া পচে গেছে। এটা মৌসুমী ব্যবসায়ীদের ভুলের কারণে হয়েছে। এই পচা চামড়ার দামও যে পাওয়া যাচ্ছে এটাও বেশি।
উপদেষ্টা বলেন, সরকার চামড়ার দাম বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরি করেছে। চামড়ার চাহিদা তৈরি করতে ওয়েট ব্লু চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়িক কার্যক্রমকে অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে। আমরা দু-একটি রাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে ব্যবসাকে সীমাবদ্ধ রাখতে চাই না। ভারত, পাকিস্তান, চীন ও ইউরোপ সকলের সকলের সঙ্গে আমরা ব্যবসাটা করতে চাই।
আরও পড়ুন: চামড়া শিল্পে ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
সাংবাদিকদের খন্ডিত ও ক্ষুদ্র অংশের রিপোর্ট না করে সামগ্রিক বিষয় উপস্থাপনের আহবান জানান তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে নাটোর জেলা চামড়া ব্যাবসায়ী গ্রুপের সভাপতি ছায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।