১৪ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি চুয়াডাঙ্গায় কেরু চিনিকলের আধুনিকায়ন প্রকল্প।
রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২৯ সদস্যের একটি দল। মেজর জেনারেল নাহিদ আজগারের নেতৃত্বে এই দলটি বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিএমআর প্রকল্পের কাজ পরিদর্শন করেন। দলে ছিলেন ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল আলামিন হোসেনসহ অন্যান্য সেনা কর্মকর্তা।
প্রকল্পটি ২০১২ সালে অনুমোদন দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র দুই বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ১৪ বছর পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি। ভারতীয় প্রকৌশলীসহ ২২ জন বিশেষজ্ঞ কোন কাজ না করেই ডলারে বেতন নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, প্রাথমিকভাবে ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪৬ কোটি টাকা। এটি পুরোনো চিনিকল আধুনিকায়ন এবং আখ মাড়াই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি প্রতিস্থাপনের উদ্দেশ্যে শুরু হয়েছিল।
প্রথমে ২০১৪ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সাতবার সময় বাড়ানো হয়েছে। বর্তমানে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০২ কোটি টাকায়।
সর্বশেষ ১৭ আগস্ট একনেক সভায় প্রকল্পের মেয়াদ আরও এক দফায় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।