আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে কেউ সহিংসতাকে উসকে দেওয়ার চেষ্টা করলে ডিএমপি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শনিবার (২১ অক্টোবর) মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরা মেট্রোরেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, 'বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অনুষ্ঠান, মিছিল ও সমাবেশ করার অধিকার রয়েছে। এই ধরনের ক্ষেত্রে, পুলিশ নিরাপত্তা প্রদানের জন্য দায়বদ্ধ। তবে কেউ যদি ২৮ অক্টোবরের অনুষ্ঠানকে সহিংসতার অজুহাত হিসেবে কাজে লাগানোর চেষ্টা করে এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ মানুষের জানমালের জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি কঠোর ব্যবস্থা নেবে।’
আগামী ২৮ অক্টোবরের বিএনপির কর্মসূচি নিয়ে গুজবের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য প্রচার করছে।
আরও পড়ুন: জনগণ যেন গুজবে বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকুন: ডিএমপি কমিশনার
ডিএমপি প্রধান বলেন, ‘এই গুজবগুলো ২৮ অক্টোবরের ইভেন্টের বাইরেও বিস্তৃত এবং ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, ঢাকাবাসীসহ সারা দেশ গুজবের বিরুদ্ধে সজাগ থাকবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা ভুল তথ্য দূর করব এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো।’
সহিংসতার হুমকি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০১৩-১৪ সালে শুধু ঢাকায় নয়, সারা দেশে একই ধরনের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ‘ওই সময় বাংলাদেশ পুলিশ তাদের প্রতিহত করে এবং সন্ত্রাসীদের পরাজিত করে। ভবিষ্যতে এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণ ও পুলিশ ঐক্যবদ্ধ হবে, ইনশাল্লাহ।’
সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্বের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি।