কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত ৩ দফা দাবির সমর্থনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে লেবুখালী ব্রিজ টোলপ্লাজায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
পড়ুন: শিক্ষার্থীদের অবরোধে ৪ ঘণ্টা বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
ডিএই, বিএডিসি ও গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতি বাতিল এবং কৃষি বিষয়ে স্নাতক ছাড়া অন্য কারো নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার প্রজ্ঞাপন জারি।
শিক্ষার্থীরা বলেন, ন্যায্য দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন তারা।