বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থীকে আটকের পর রাজধানীর উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা থানার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহমদ আলী এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউতে একটি মিটিংয়ের আয়োজন করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। মিটিং চলাকালীন এসআই আবু সাঈদের নেতৃত্বাধীন পুলিশের একটি দল তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ইন্ডিপেন্ডেন্টে ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ এবং গাজীপুরের বিআইএসটির ছাত্র বাপ্পি। পরে তাদের মুক্তির দাবিতে থানার থানার সামনে বিক্ষোভ শুরু করে কিছু শিক্ষার্থী।
পরবর্তীতে তারা মহাসড়ক অবরোধ করেন বলে জানা গেছে। এরপর উত্তরা বিভাগের উপ-কমিশনারসহ পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। থানায় উপস্থিত হয়ে আলোচনা শেষে রাত আনুমানিক ৯টার দিকে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন:শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ আসামি খালাস