বাংলাদেশ সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর বরখাস্ত করা হয়েছে একজনকে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
আর লেফটেন্যান্সট জেনারেল সাইফুল আলম, আহম্মদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে অবসরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর
এদের মধ্যে সাইফুল আলম ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সেনা আইনে ১৬ ধারা অনুযায়ী ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
আদেশ জারির ১৫ দিনের মধ্যে বাধ্যতামূলক অবসর কার্যকর হবে।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সেনাবাহিনী ১৬৯ পদে বেসামরিক লোকবল নিয়োগ দেবে