পাবনায় ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, হাসপাতাল নির্মাণ শুধু মানসম্মত চিকিৎসা সেবার পথ প্রশস্ত করবে না, এটি ইন্টার্ন চিকিৎসকদের জন্যও সহায়ক হবে।
পাবনায় সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়
তিনি একটি আধুনিক হাসপাতাল স্থাপনে হাসপাতাল নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ জেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সুযোগ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের প্রেক্ষাপট সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করে উচ্ছ্বাস প্রকাশ করেন রাষ্ট্রপতি।
এর আগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি বুধবার তার নিজ জেলা পাবনায় তিন দিনের সফর শুরু করেন।