ডিজি পর্যায়ে পাঁচ দিনব্যাপী ৫৪তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার (৫ মার্চ) বিএসএফ মহাপরিচালক (ডিজি) নীতিন আগরওয়ালের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকার বিজিবি সদর দপ্তরে পৌঁছেন।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ও তার স্ত্রী নওরীন আশরাফ প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান। বাংলাদেশ সফরে তার সঙ্গে রয়েছেন বিএসএফ প্রধানের স্ত্রী স্মিতা আগরওয়াল।
পরে ভারতীয় প্রতিনিধিদলকে বিজিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিজিবি সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিএসএফ প্রধান।
আরও পড়ুন: সীমান্তে হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ: পররাষ্ট্র মন্ত্রণালয়
এছাড়া বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (শিপকস) প্রধান পৃষ্ঠপোষক নওরীন আশরাফের আমন্ত্রণে 'বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'র আরেকটি প্রতিনিধিদলও দেশে আসে।
ভারতীয় কল্যাণ সমিতির প্রতিনিধিদের শিপকস এবং সীমান্ত লেডিস ক্লাব আয়োজিত বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারসহ উভয় দেশের সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ডিজি পর্যায়ের পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষে প্রতিনিধি দলটি আগামী ৯ মার্চ ভারতে ফিরবে।
আরও পড়ুন: বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাটে মিছিল ও সমাবেশ