সারাদেশে ৫৭টি জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ আজ দুপুরে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনও বিরতি ছাড়াই দুপুর ২টা পর্যন্ত চলে।
জেলা প্রশাসকরা নিজ নিজ জেলায় নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সারাদেশে ৪৬২টি কেন্দ্রের ৯২৫টি বুথে জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউএনবির খুলনা প্রতিনিধি জানান, নয়টি উপজেলার ১০টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে ৯৭৮ জন ভোটারের মধ্যে মাত্র ৫৫ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।
কুমিল্লায় ১২টি ওয়ার্ড ও পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
চট্টগ্রামে জেলার ১৫টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।
অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনে তাদের ভোট দেন।