‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে পুলিশের হস্তক্ষেপে হাসপাতালের বিল কমিয়ে স্ত্রীর লাশ ও নবজাতকের ছাড়পত্র পেলেন এক ভ্যানচালক।
বুধবার রাতে একজন কলার জানান, মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে সন্তানসম্ভবা মুমূর্ষু স্ত্রীকে গত ২৭ নভেম্বর (শনিবার) ঢাকার গ্রিন রোডের নিউ লাইফ হসপিটালে ভর্তি করেন ভ্যানচালক আফজাল হোসেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
বুধবার (০১ ডিসেম্বর) মধ্যরাতে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়,কিন্তু প্রসব জনিত জটিলতায় তার স্ত্রী মারা যান। তার সদ্যজাত সন্তানের শারীরিক অবস্থাও ছিল নাজুক। এরপর তিনি তার স্ত্রীর লাশ নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে চাইলে তাকে এক লাখ ৪৭ হাজার টাকার বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তিনি চারদিন হাসপাতালে অবস্থান এবং সন্তান ডেলিভারির জন্য এত টাকা বিল দাবি করার কারণ জানতে চান এবং এতো টাকা পরিশোধে অসম্মতি জানান। তখন হাসপাতাল থেকে তাকে জানানো হয় বিল পরিশোধ না করলে তিনি তার স্ত্রীর লাশ ও সন্তানকে নিয়ে যেতে পারবেন না। শেষে তার এক আত্মীয়ের পরামর্শে রাত আড়াইটার দিকে ৯৯৯ নম্বরে ফোন করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: আত্মহত্যা চেষ্টাকারী নারীকে উদ্ধার করল পুলিশ
৯৯৯ থেকে সংবাদ পেয়ে কলাবাগান থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে কলাবাগান থানার এসআই শামীম ৯৯৯ কে ফোনে জানান, তিনি হাসপাতালে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কলার ভ্যানচালক আফজালের আর্থিক অবস্থা বিবেচনায় ন্যুনতম বিল নেয়ার অনুরোধ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৭৭ হাজার টাকা বিল নিয়ে তার মৃত স্ত্রী ও সন্তানকে ছাড়পত্র দেয়।