মঙ্গলবার ভোর ৪টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে একজন পিরোজপুর সদরের কদমতলা থেকে ফোন করে জানান, তার গরুর খামার থেকে চারটি উন্নত জাতের গরু চুরি হয়ে গেছে। চোরেরা একটি ট্রাকে করে গরু নিয়ে পিরোজপুর-নাজিরপুর সড়কের দিকে গেছে।
জরুরি নম্বরের অপারেটর তাৎক্ষণিকভাবে পিরোজপুর পুলিশ কন্ট্রোল রুম ও নাজিরপুর থানায় বিষয়টি জানায় এবং পিরোজপুর সদর থানার ডিউটি অফিসারের সাথে কলারের কথা বলিয়ে দেয়।
সংবাদ পেয়ে নাজির এবং সদর থানা পুলিশের দুটি দল উদ্ধার অভিযানে নামে। পিরোজপুর-নাজিরপুর সড়ক ধরে দুই থানার টহল দল তল্লাশি অভিযান চালাতে থাকে।
ভোর সাড়ে ৫টায় সদর থানার পরিদর্শক (অপারেশন্স) সোবহান জরুরি নম্বরে ফোন করে জানান, ঘটনাস্থল থেকে তিন মাইল দূরবর্তী বড়বাড়ি কদমতলায় একটি থেমে থাকা ট্রাক থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, পুলিশের তৎপরতা টের পেয়ে চোরেরা ট্রাকটি প্রধান সড়ক থেকে একটু দূরে গ্রামের ছোট রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যায়।
‘গরুগুলোর আনুমানিক মূল্য চার লাখ টাকা। এগুলো খামারে বুঝিয়ে দেয়া হয়েছে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চোরদের আটকের চেষ্টা অব্যাহত আছে,’ যোগ করেন তিনি।