জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে ঢাকার ভাটারায় একটি বহুতল ভবনের চারতলার কার্নিশে আটকে পড়া এক কিশোরীকে উদ্ধার করেছে বারিধারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রবিবার সন্ধ্যা সাতটায় ঢাকার ভাটারা থানাধীন সৈয়দনগর বাগানবাড়ির একটি ভবন থেকে সাজিদ নামে একজন ফোন করে জানান তাদের সাত তলা ভবনের বাইরে থেকে বেয়ে এক কিশোরী চার তলায় উঠে পড়েছে। তারা খেয়াল করার পর দেখতে পান কিশোরীকে বারান্দার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়েছে। কলার কিশোরীকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯-এ সাহায্য চান।
আরও পড়ুন: ৯৯৯ এ কল : শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
পরবর্তীতে ৯৯৯ থেকে তাৎক্ষণিক ভাবে বারিধারা ফায়ার সার্ভিস এবং ভাটারা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। সংবাদ পেয়ে বারিধারা ফায়ার সার্ভিস এবং ভাটারা থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়।
পরে বারিধারা ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার ফরহাদুজ্জামান ৯৯৯ কে ফোনে জানান তারা চারতলার বারান্দার গ্রিল কেটে কিশোরীকে নিরাপদে উদ্ধার করেছেন রাত সোয়া আটটার দিকে এবং কিশোরীকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন কলে দগ্ধ গৃহকর্মী উদ্ধার, আটক ১
ফরহাদুজ্জামান জানান, ভবনে ঢুকে ভেতরের দিক থেকে গ্রিল কেটে কিশোরীকে ভেতরে নেওয়া হয়। ওই কিশোরী মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
জানা যায়, ভাটারার সাততলা ভবনটির সামনেই পরিবারের সঙ্গে বসবাস করে ওই কিশোরী। কিশোরীর মা গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। সন্ধ্যার দিকে সবার অগোচরে সে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়।