নিহত কাকা ওরফে বোমা শামিম ও এখলাসকে জঙ্গি সদস্য দাবি করে পুলিশ বলছে, তারা সিরাজদিখানের ব্লগার বাচ্চু হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনাস্থল থেকে ২টি চাপাতি, ১১টি ককটেল, ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল জব্দ করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা।
জেলা পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে এই দুই ব্যক্তি মোটসাইকেলে করে মহাসড়কে ওঠে। পুলিশ তাদের থামার সিগন্যাল দেয়। সিগন্যাল উপেক্ষা করে মহাসড়কের পাশে হাষাড়া কেসি রোডে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ে তারা। পুলিশ পেছনে ধাওয়া করলে তারা পুলিশকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা মারা যান।
পরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জেলা পুলিশের ডিআইও-১ নজরুল ইসলামের ভাষ্য, নিহতরা জঙ্গি দলের সদস্য। তারা সিরাজদিখানের ব্লগার বাচ্চু হত্যার সঙ্গে জড়িত।
পুলিশ আরো জানায়, ‘বন্দুকযুদ্ধে’ দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।