অনুষ্ঠানে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) সভাপতি মূনাওয়ার মঈন বলেন, ‘সৌরবিদ্যুতের জন্য ভূমির অভাব আর কোনো সমস্য হবে না। কারণ প্রযুক্তির উন্নয়ন হচ্ছে এবং ভাসমান ও ছাদে স্থাপিত সোলারের মতো বিভিন্ন নতুন ব্যবস্থা আরো দক্ষতার সাথে আসছে।’
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং এসএমএমএবি যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী বলেন, দেশব্যাপী নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের প্রসারের জন্য সরকার নেট মিটারিং নীতি চালু করেছে।
তিনি জানান, বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য সৌর ব্যবস্থা থাকার বাধ্যবাধকতা হয়তো ব্যর্থ হতে পারে কিন্তু নেট মিটারিংয়ের মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রসারের বর্তমান উদ্যোগটি ব্যর্থ হবে না। কারণ এই ক্ষেত্রে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহদের উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সরকারের কাছে বিক্রয় করে দেয়ার ভালো সুযোগ রয়েছে।
সরকার সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে সব ধরনের সম্ভাব্যতা ব্যবহারের চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।
তৌফিক-ই- ইলাহী আরো জানান, দেশের বিমানবন্দরগুলোর পরিত্যাক্ত জায়গা ব্যবহার করে সহজেই ১০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ‘ইতিমধ্যে ভারতের নতুন দিল্লি ও কলকাতা বিমানবন্দরে এমন জায়গা ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।’
মূনাওয়ার মঈন বলেন, ইতিমধ্যে অনেক দেশ মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে সৌরবিদ্যুতের পরিমাণ ২৫ শতাংশের বেশি বাড়িয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পরিচ্ছন্ন শক্তি থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসময় পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, ২০৫০ সালের মধ্যে যদি মোট বিদ্যুতের ৫০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করা যায় তাহলে সেটা হবে এক বিরাট অর্জন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শাকিলা আজিজ। তিনি সৌরবিদ্যুৎ উৎপাদনে অর্থায়নের তিনটি বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এফইআরবি সভাপতি অরুণ কর্মকারের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী পরিচালক এএইচএম কামাল, এসএমএমএবির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহিম, এফইআরবির নির্বাহী পরিচালক সদরুল হাসান ও সহসভাপতি আজিজুর রহমান।