গত ১৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 'বৈঠকে তরুণ কর্মকর্তাদের অসন্তোষের মুখোমুখি সেনাপ্রধান' শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২০ আগস্ট ) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সম্পূর্ণভাবে ভারতীয় ম্যাগাজিন 'দ্য উইক'-এ প্রকাশিত একটি নিবন্ধের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনটি বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক।
সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ে সঠিক তথ্যের জন্য তাদের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা সমীচীন বলে মনে করে আইএসপিআর।
এতে বলা হয়, প্রকৃতপক্ষে যে বৈঠকটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একটি রুটিন অভ্যন্তরীণ সমাবেশ। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক পরিবেশে এবং সফলভাবে সমাপ্ত হয়েছিল।
আইএসপিআর বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্ব সম্পর্কে মিথ্যা বক্তব্য প্রচার করে গৌরবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের সংবাদ প্রকাশ ক্ষতিকর এবং কাম্য নয়।
আরও পড়ুন: জনগণের সঙ্গে অসদাচরণের জন্য দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনী সব সময় গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রত্যাশা করে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য চেইন অব কমান্ডের প্রতি দৃঢ় অঙ্গীকার ও আনুগত্য পোষণ করে, তাদের আচরণের মাধ্যমে প্রতিনিয়ত তা প্রমাণ করে আসছে।
বাংলাদেশ সেনাবাহিনী আশা করে, গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের প্রতিফলন ঘটাবে এবং ভবিষ্যতে নির্ভুলতা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশনে সচেষ্ট হবে।
এতে আরও বলা হয়, বিদেশি সংবাদমাধ্যমের ভুল তথ্যের ভিত্তিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা এবং অনিচ্ছাকৃত গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন: সেনানিবাসের ভেতরে বিদেশি মিশনের কেউ অবস্থান করছে না: আইএসপিআর