অপোর দু’টি স্মার্টফোন মডেল- রেনো৫ ও এ১৫ এসের দাম কমিয়েছে মোবাইল ফোন কোম্পানিটি।
এখন ক্রেতারা অপোর রেনো ৩২, ৯৯০ টাকায় কিনতে পারবেন যা আগে ছিল ৩৫, ৯৯০ টাকা এবং অপোর এ ১৫ এস ১২, ৯৯০ টাকার মূল্যে যা মূলত ১৩, ৯৯০ টাকা ছিল।
অপো রেনো৫ রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ফোনটির উল্লেখযোগ্য দু’টি ফিচার হলো এআই মিক্সড পোর্ট্রেট ও ডুয়াল ভিউ ভিডিও মোড। রেনো ৫ মিল্কিওয়ের তারার মতো নজরকাড়া ডিজাইন রয়েছে ব্যাক প্যানেলের। ফ্যান্টাসি সিলভার অ্যাডিশনে থাকছে রেনোর গ্লো ইফেক্ট।
আরও পড়ুন: অপো’র নতুন স্মার্টফোন রেনো৪ শিগগিরই দেশের বাজারে
এতে রয়েছে ৮এনএম স্ন্যাপড্রাগন ৭২০ চিপসেট, ৮জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এই ফিচারগুলো তরুণদের স্মার্টফোন ব্যবহারে স্মুদ পারফরমেন্স নিশ্চিত করবে, একইসাথে তাদের জীবনধারাকে সমুন্নত করবে।
আরও পড়ুন: দেশের বাজারে শিগগিরই আসছে অপো এফ১৭
স্মার্টফোনটি দীর্ঘক্ষণ ব্যবহারের জন্যে এতে আছে ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জের ব্যবহারে মাত্র ৩১ মিনিটের মধ্যে ডিভাইসটি ৮০ শতাংশ চার্জপ্রাপ্ত হবে।
অন্যদিকে, বড় স্টোরেজ সমৃদ্ধ (৬৪ জিবি) এবং ৬.৫২ ইঞ্চির বড় স্ক্রিনের অপো এ১৫এস ডিভাইসটি কোনও সমস্যা ছাড়াই ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করবে। এর পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এটিতে এআই ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ দিয়ে নিখুঁতভাবে ছবি তুলতে পারবেন।
৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির অপো এ১৫এস ডিভাইসটি তরুণদের স্মার্টফোনের সকল চাহিদা পূরণ করবে এবং দীর্ঘক্ষণ ব্যাটারি সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছে সংস্থাটি।
স্মার্টফোন ব্যবহারকারীরা দেশব্যাপী অপোর সকল আউটলেট থেকে হ্রাসকৃত মূল্যে ডিভাইস দুইটি ক্রয় করতে পারবেন। পাশাপাশি, দারাজ ও পিকাবুর মতো বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকেও ক্রেতারা হ্রাসকৃত মূল্যে কিনতে পারবেন।