কোম্পানির সিক্স সিরিজের এ স্মার্টফোনে থাকছে মিডিয়াটেকের সর্বাধুনিক ও শক্তিশালী হেলিও জি৮০ চিপসেট। যা দেশের যেকোনো স্মার্টফোনের ক্ষেত্রে প্রথম।
হেলিও জি৮০ চিপসেটের অসাধারণ কার্যক্ষমতায় স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও পরিপূর্ণ। এ ফোনে অক্টা-কোর সিপিইউ ২.০ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম, যা সিঙ্গেল-কোরে পূর্ববর্তী চিপসেট থেকে ৩৫ শতাংশ উন্নততর পারফরমেন্স প্রদান করবে এবং মাল্টি-কোরে দেবে ১৭ শতাংশ উন্নততর পারফরমেন্স।
হেলিও জি৮০-তে রয়েছে শক্তিশালী কর্টেক্স-এ৭৫ সিপিইউ, যা ২.০ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে এবং ছয় কর্টেক্স-এ৫৫ সিপিইউ এর মেলবন্ধনে একটি একক অক্টা-কোর ক্লাস্টার তৈরি করে। এর সাথে উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্ম মালি-জি৫২ গ্রাফিক্স প্রসেসর যা ৯৫০ মেগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম, যা গেমিংয়ে চমৎকার পারফরমেন্স দেবে।
হেলিও জি৮০ ২৫২০x১০৮০ পিক্সেল পর্যন্ত হাই রেজল্যুশন ডিসপ্লে সমর্থন করে পারে, যা হাই গ্রাফিক্সের গেমিং এর জন্যে খুবই প্রয়োজনীয়। এ চিপসেটের কল্যাণে টাচ সেনসিটিভিটি আরও বৃদ্ধি পায়, ফলে গেমিং হবে আরও আনন্দদায়ক।
জি৮০ চিপসেট শুধুমাত্র ক্যামেরা বা গেমিংয়েই ফোকাস করে না, পাশাপাশি ফোনের নিরাপত্তার দিকটিও লক্ষ্য রাখে। শক্তিশালী ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে নির্ভুলভাবে ও দ্রুততার সাথে ফেস আনলকে সাহায্য করবে এ চিপসেট। তাছাড়া উন্নততর এ চিপসেট ডুয়াল ব্যান্ডের ৪জি ভয়েজ ওভার এলটিই ব্যবহার করে সার্বক্ষণিক নির্ভরযোগ্য নেটওয়ার্ক কভারেজ প্রদান করে ভয়েজ ও ভিডিও কলের সর্বোচ্চ মান নিশ্চিত করে।
স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে শক্ত অবস্থানে থাকা রিয়েলমি সবসময়ই তাদের ফোনে সর্বাধুনিক সব ফিচারসহ সেরা হার্ডওয়্যার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে।