যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেড় হাজারের বেশি জনপ্রিয় ব্র্যান্ড সামগ্রী অনলাইনে ক্রয় করেও ‘মাইল’ অর্জন করা যাবে। আর অর্জিত ‘মাইল’ ব্যায় করা যাবে টিকিট ক্রয়, ফ্লাইট আপগ্রেড, হোটেল বুকিংসহ বিভিন্ন কাজে।
স্কাইওয়ার্ডস সদস্যরা এমিরেটস্ অ্যাপ কিংবা http://emirates.com এর মাধ্যমে http://skywardsmilesmall.com ওয়েবসাইট ব্রাউজ করে পছন্দের ব্যান্ড নির্বাচন করতে পারবেন।
বিউটি, ফিটনেস, ইলেকট্রনিক্সসহ অন্যান্য ক্যাটাগরির বিভিন্ন ব্যান্ড তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এরপর এমিরেটস স্কাইওয়ার্ডস অ্যাকাউন্ট ডিটেইলের সাহায্যে লগইন করে নির্বাচিত ব্যান্ডের ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে ক্রয় সম্পন্ন করতে পারবেন সদস্যরা।
এক ব্রিটিশ পাউন্ডের বিপরীতে সদস্যরা পাবেন ১৫ ‘মাইল’ আর এক মার্কিন ডলারের জন্য ১২ মাইল।
বাংলাদেশে ৭০ হাজারের অধিক সদস্যসহ সারা বিশ্বে এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্য সংখ্যা ২ কোটি ৭০ লাখেরও বেশী।