বাংলাদেশের চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা অভিনীত ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিন: দ্য ডে’ এবার এসেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডিতে’।
ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই বাংলাদেশি অ্যাকশন ছবি ইতোমধ্যেই দর্শকদের কাছে অনেক জনপ্রিয়। ছবিটি হলে রিলিজ দেওয়ার পরপরই বেশ ভালো সাড়া পায়। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই মুভিটি প্রথমবার এসেছে।
এই সিনেমায় অনন্ত জলিলকে একজন আন্তর্জাতিক সংস্থার পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর 'শনিবার বিকেল'
সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পরপরই দর্শক বেশ ভালো সাড়া দিচ্ছেন বলে জানানো হয়েছে বঙ্গ বিডি থেকে। এই প্রতিষ্ঠানের হেড অব কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘অনন্ত জলিল এদেশের একজন সুপারস্টার। মানুষ উনাকে পছন্দ করে। তাই উনার ছবি চলবেই, তা সে যেকোনো ফর্মেই হোক। আমাদের সৌভাগ্য যে আমরা উনার এই দিন-দ্য ডে সিনেমাটি আমাদের প্ল্যাটফর্মে আনতে পেরেছি।’
উল্লেখ্য, দিন-দ্য ডে সিনেমাটি ২০২২ সালের ঈদুল আজহায় বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে ৫টি ভিন্ন ভিন্ন ভাষায় মুক্তি পায়।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়