কণ্ঠশিল্পী আসিফ আকবর অভিনীত মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ শুক্রবার দেশের ১৩টি হলে মুক্তি পেয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন সাদাত হোসাইন। এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন তিনি।
ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আসিফ জানান, ঢাকায় ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী, মধুমিতা, গীত, সেনা অডিটোরিয়ামে চলবে ‘গহীনের গান’ সিনেমাটি। এছাড়া নারায়ণগঞ্জের নিউমেট্রো, টঙ্গীর চম্পাকলি, সাভারের চন্দ্রিমা, রংপুরের শাপলা, খুলনার চিত্রালী, ময়মনসিংহের পূরবী ও পাবনার রূপকথা সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
আসিফ ছাড়া ‘গহীনের গান’ সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।