সমূহ প্রত্যাশা নিয়ে দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ আয়োজন। বিভিন্ন দৈর্ঘ্যের বিনোদনের সারিতে ঈদ ধামাকা নিয়ে শামিল হয়েছেন ছোট পর্দার কলাকুশলীরাও। আর তারই মোড়ক উন্মোচনের নিমিত্তে এই ঈদ-উল-আজহার নাটক ২০২৩ এর কড়চা।
প্রিয় তারকার খবর জানতে নাট্যপ্রেমীদের নিয়মিত আনাগোনা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। আর মুক্তির আগে একাধিক কিস্তিতে ট্রেলার প্রকাশ করে সেই পালে হাওয়া দিচ্ছেন নাট্য নির্মাতারা।
রোমান্টিক-কমেডির সয়লাবে নাট্যপাড়া প্লাবিত হয়ে গেলেও জনরাটির প্রতি দর্শকদের আগ্রহে এতটুকু ঘাটতি পড়েনি। তাই চলুন দেখে নেয়া যাক কোন নাটকগুলো এবারের কোরবানি ঈদে দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
ঈদ-উল-আজহা ২০২৩ এর সেরা ১০ নাটক
গিফটেড
স্বপ্নে একটি মেয়েকে ভয়ে ছুটে পালাতে দেখছেন তাসনিয়া ফারিণ। কিন্তু একবার দু’বার না; টানা কয়েকটা দিন ধরেই স্বপ্নটা ভীষণ পীড়া দিচ্ছে তাকে। মেয়েটা কি তিনি নিজেই! এটা কি অতীতের কোনো ঘটনা না কি কোনো অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের আভাস! এমনি রহস্য ফুটেজে ভরপুর গিফটেড নাটকের ট্রেলার।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
নিজের লেখনী দিয়ে ইতোমধ্যেই নিজের একটি আলাদা ভক্তশ্রেণি তৈরি করেছেন প্রীতি দত্ত। তারই লেখা ও পরিচালনায় এবার জুটিবদ্ধ হয়েছেন এ সময়ের প্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টায় নাটকটি প্রচারিত হবে আরটিভির পর্দায়। এছাড়া আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলেও নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
সারপ্রাইজ
বিয়ের পরে যদি জানা যায় যে বিয়ে করা বউ আসলে প্রেমিকার যমজ বোন, তাহলে তা মাথায় আকাশ ভেঙে পড়াই শামিল। এমনি মজার প্রেক্ষাপট নিয়ে গল্প লিখেছেন সোহাইল রহমান ও জয়নাল আবেদীন। আর সেই গল্পকে নাট্যরূপ দিয়েছেন মো. মাসরিকুল আলম।
হতভাগ্য সেই বরের ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার সেরা নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। কাহিনীর প্রয়োজনে দ্বৈত ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূরকে। শুরু থেকে শেষ পুরোটা হাস্যরসে ভরপুর ভাবলে ভুল হবে। আবার একদম গম্ভীরও নয় চিত্রনাট্যটি। এই দারুণ অভিজ্ঞতার স্বাদ পেতে দর্শকদের চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।
লাস্ট নাইট
একই সঙ্গে কমেডি, থ্রিলার ও রহস্য’র মেলবন্ধনের জন্য ইতোমধ্যেই সুপরিচিতি লাভ করেছেন রাকেশ বসু। এবার তার গল্পে দেখা যাবে এক ফটোগ্রাফার তার স্টুডিওতে আসা এক মেয়ের প্রেমে পড়ে গেছে। অল্প-স্বল্প প্রণয় খুনসুটি নিয়ে গল্পটা যখন ক্লাইমেক্সে পৌঁছাবে ঠিক তখনি উন্মোচিত হয় ফটোগ্রাফারের গোপন পরিচয়। পুরোটা সময় কি তবে সব অভিনয়ই ছিল! নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য।
আরও পড়ুন: চলচ্চিত্রে এবার যারা সরকারি অনুদান পেলেন
ফটোগ্রাফারের চরিত্রে ক্যামেরা হাতে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। আর তার বিপরীতে থাকছেন উদীয়মান তারকা তানজিম সাইয়ারা তটিনী। ফটোগ্রাফারের আসল পরিচয় জানতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।
নিউলি ম্যারিড
এ সময়ের ব্যস্ততম জুটি মুশফিক ফারহান ও কেয়া পায়েল এবার দর্শকদের সামনে আসতে চলেছেন সদ্য বিবাহিত যুগল হিসেবে। ব্যাচেলরের ছন্নছাড়া অবস্থা থেকে দাম্পত্য জীবনে স্থানান্তরটা প্রতিটি নব দম্পতির জন্য এক বিরাট ধাক্কা। আর সেই ধাক্কাটাই কীভাবে সামাল দিচ্ছেন তারই এক রম্য পরিবেশনা এই নাটকটি।
অবিবাহিত জীবনের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং দায়-দায়িত্বের আকস্মিক ঘাড়ে চেপে বসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেগুলো মেনে নেওয়াটা কতটুকু ঐচ্ছিক তা বেশ হাস্যরস দিয়ে পরিবেশন করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। এই নিউলি ম্যারিডের হ্যাপি কাপল হওয়ার জার্নিটা দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।
ফিফটি ফিফটি
প্রথম দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে গেছে আদনান। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বিয়ে যদি করতে হয় তবে তাকেই করবে। কিন্তু মেয়েটার এক অদ্ভূত সমস্যা আছে, যা বেশ বিব্রতকর পরিস্থিতে ফেলে দিল আদনানসহ তার পরিবারকে। আর সেটা হচ্ছে এই এক মেয়ের মধ্যে একাধিক মানুষের উপস্থিতি বিদ্যমান। অন্যান্য উপস্থিতিগুলোর কোনোটি বেশ মারমুখো; কোনোটি বা ভয়াবহ ছলনাময়ী।
আরও পড়ুন: সব সীমারেখার ওপরে মানুষের বন্ধুত্ব: রাজ
এই চরিত্রে এই প্রথমবারের মতো অভিনয় করতে দেখা যাবে তানজিন তিশাকে। আদনান চরিত্রে থাকবেন তৌসিফ মাহবুব। প্রেক্ষাপটটা থ্রিলিং মনে হলেও পুরো চিত্রনাট্যে কমেডির মশলা মিশিয়েছেন পরিচালক ইমরাউল রাফাত। নাটকটি দেখানো হবে দীপ্ত টিভিতে।