কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন কিছুদিন আগেই তিন দিন গান শোনালেন ঢাকার মঞ্চে। সেই খবরের রেশ না কাটতেই আবারও এদেশে খবরের শিরোনামে তিনি। এবার সঙ্গে যোগ দিলেন আসিফ আকবর।
কবীর সুমনের কথা ও সুরে গান করেছিলেন আসিফ আকবর। আবারও একসঙ্গে পাওয়া যাবে দু’জনকে। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে। কবীর সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ।
সোমবার (২৪ অক্টোবর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আসিফ নিজেই সেই খবর জানিয়েছেন।
আরও পড়ুন: প্রথমবার চরকি অরিজিনাল সিনেমায় মোশাররফ করিম
ফেসবুকে দেয়া পোস্টে আসিফ লিখেছেন, ‘আলহামদুল্লিল্লাহ। কোন উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসঙ্গীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।’
আসিফ আরও লেখেন, ‘জীবনে হয়তো কোনদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বী বন্ধুস্বজনদের দোয়া ছিল… মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।’
‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর / চলতে চলতে রাত ফুরোয় / রাত পেরোলেই আসবে ভোর’। গানের কথার এটুকু অংশ আসিফ শেয়ার করেছেন। এরসঙ্গে জানিয়েছেন, এটি সঙ্গীতায়োজনে করছেন উজ্জ্বল সিনহা। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ হতে যাওয়া গানটির করবে ই মিউজিক ও রেকর্ডিং করা হবে বাংলা ঢোল স্টুডিওতে।
আরও পড়ুন: ১৩ ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে শাকিবের আইনি ব্যবস্থা
রক্ষণশীল সামাজিক যোগাযোগমাধ্যম ‘পার্লার’ কিনবেন র্যাপার কানি ওয়েস্ট