সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে উত্সবে অংশ নিতে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে কয়েকশ ভক্ত আখড়ায় ভিড় করেছেন। উত্সবে আলোচনা সভা, লালন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন একাডেমির শিল্পী ও বিশিষ্ট গায়করা বাউল গান পরিবেশন করবেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম প্রমুখ।
লালন ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
লালন শাহ ছিলেন বাউল, মরমী, গীতিকার, গায়ক, সমাজ সংস্কারক এবং ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ। তিনি বাঙালি সংস্কৃতিতে ধর্মীয় সহিষ্ণুতা ও ধর্মনিরপেক্ষতার আইকনে পরিণত হয়েছেন।