বিনোদন
কর্ণফুলী নদীর তীর ঘেষে হবে দৃষ্টিনন্দন বিনোদন পার্ক ও খেলার মাঠ
চট্টগ্রাম মহানগরীতে কর্ণফুলী নদীর তীর ঘেষে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন বিনোদন পার্ক ও খেলার মাঠ। নগরীর ফিরিঙ্গিবাজারে বিশাল এলাকা জুড়ে এসব পার্ক ও খেলার মাঠ বাস্তবায়নে যৌথ উদ্যোগে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জেলা প্রশাসন।
কর্ণফুলী নদীর তীরবর্তী উন্মুক্ত সরকারি খাস জমিতে অপদখল ও নদী দূষণ প্রতিরোধে প্রায় ১২ দশমিক ৪৫ একর সরকারি খাস জমিতে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কর্ণফুলী লুকআউট’।
এখানে পার্ক ও খেলার মাঠ গড়ে উঠলে কর্ণফুলী নদীর তীর দখল ও দূষণের কবল থেকে রক্ষা পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: শাহবাগ শিশু পার্ক: আধুনিকায়নের নামে ৩ বছরের বেশি সময় বন্ধ
চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, নগরবাসীর চিত্ত বিনোদনের চাহিদা পূরণ এবং কর্ণফুলী নদীর অপার সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের উদ্যোগে কর্ণফুলী নদী তীরবর্তী উন্মুক্ত সরকারি খাস জমির দখল প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ পার্কে থাকবে ফেরিস হুইল (বিশালাকার নাগরদোলা)। থাকবে কিডস্ জোন থেকে শুরু করে বিনোদনের নানা উপকরণ। প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। প্রকল্পটি হবে কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে বিআইডব্লিউ ঘাট থেকে সদরঘাট পর্যন্ত। পার্কের পাশাপাশি থাকবে খেলার মাঠও। এ ছাড়া চিত্তবিনোদনের জন্য টেনিস, বাস্কেটবল, ভলিবল কোর্ট, ক্লাব হাউস তৈরি করা হবে। থাকবে- মুক্তমঞ্চ, বোট মিউজিয়াম, কিডস্ জুন, ফুট কোর্ট, পার্কিং, পিকনিক স্পট ও ওয়াকওয়ে।
আরও পড়ুন: সাফারি পার্কে মারামারিতে আঘাত পেয়ে হাতির মৃত্যু
জাতীয় জাদুঘরে কবির সুমনের কনসার্টের ডিএমপির অনুমতি মেলেনি
আন্তর্জাতিকভাবে প্রশংসিত পশ্চিমবঙ্গের গায়ক, গীতিকার এবং সুরকার কবির সুমনের শনিবার থেকে জাতীয় জাদুঘরে ঢাকার ভক্তদের উদ্যেশ্যে তিনটি কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলেছে যে জাতীয় জাদুঘর অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই কবির সুমন কনসার্টের জন্য অনুমতি দেয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘জাদুঘরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা কনসার্টের অনুমতি দিতে পারি না।
আরও পড়ুন: ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ তিন দিন ঢাকায় গাইবেন কবীর সুমন
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি পিপহোলের আয়োজনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, এনিয়ে বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে পিফোলের নির্বাহী ফুয়াদ বিন ওমর ও মীর আরিফ বিল্লাহ এই কনসার্টের আয়োজনের কথা জানান। তবে তারা ডিএমপি থেকে অনুমতি নিয়েছেন কিনা তা উল্লেখ করেননি।
আরও পড়ুন: ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর
১৫ এবং ২১ অক্টোবর কবির সুমন কনসার্টের টিকিট ৭২ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে এবং ১৮ অক্টোবরের টিকেটও শেষের পথে।
দেশ ও দেশের বাইরে সুমন ভক্তদের জন্য অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করতে টিকিটের ব্যবস্থা রয়েছে বলে জানান তারা।
ইউএনবি থেকে কনসার্টের অনুমতির বিষয়ে জানতে ওমর ও বিল্লাহর সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হয়েছে, তবে তাদেরকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে শিরোনামহীন!
কবির সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনব্যাপী এই কনসার্টের আয়োজন করা হয়েছিল।
মাহির ফেসবুক পেজে কোনো ছবি নেই
বিভিন্ন সময় তারকাদের ফেসবুক আইডি হ্যাক হওয়া ঘটনা এখন আর নতুন কিছু নয়। এবার এমন খবরের শিরোনামে এলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি নাম। রবিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘আমরা আর একসঙ্গে নাই’!
এরপর থেকে জল্পনা উঠে চিত্রনায়িকা মাহির হয়তো আবারও সংসার ভাঙছে। তবে ঘটনা অন্যদিকে মোড় নেয়। যখন পোস্টটি পরবর্তীতে সরিয়ে নেয়া হয়। এমনকি তার ফেসবুক আইডি হ্যাক হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: অবশেষে শাকিব খানকে পেলেন নির্মাতা রায়হান রাফি
মাহিয়া মাহির যে ভেরিফাইড পেজের ফলোয়ার সংখ্যা প্রায় ৯ লাখ ১৬ হাজার। সেখানে বর্তমানে পেজে রয়েছে অন্য এক মেয়ের ছবি, রয়েছে পুরোনো কিছু পোস্ট। এমকি তারপেজ থেকে পুরো সব ছবিও সরিয়ে ফেলা হয়েছে।
বিষয়টি নিয়ে চিত্রনায়িকা মাহির সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: শরৎ অফারে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দর্শকদের মালদ্বীপে ট্রিপ জেতার সুযোগ
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মাহিয়া মাহির নতুন সিনেমা ‘যাও পাখি বল তারে’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এতে মাহির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ।
অবশেষে শাকিব খানকে পেলেন নির্মাতা রায়হান রাফি
রায়হান রাফিকে বলা যায় এই সময়ে প্রযোজকদের তুরুপের তাস। তাকে দিয়ে সিনেমা নির্মাণ করালেই যেন হিট। ক্যারিয়ারের গ্রাফের দিকে তাকালে এমনটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আর নিকট ভবিষ্যতটাও যে আরও ভালো যাবে মঙ্গলবার সেটিও খবর দিয়ে জানান দিলেন এই নির্মাতা।
এবার রায়হান রাফির সিনেমার নায়ক হতে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান।
মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানান নির্মাতা। রাফি লিখেছেন, আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খানের ভক্ত ও আমার ভক্তদের সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছা ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
আরও পড়ুন: শরৎ অফারে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দর্শকদের মালদ্বীপে ট্রিপ জেতার সুযোগ
শিগগিরই বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে জানিয়ে রাফি আরও লিখেন, ‘দামাল’র পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হচ্ছে এস কে ফিল্মসের সঙ্গে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন টপি খান ও মনিরুজ্জামান। এই ছবির নায়ক হিসেবে শাকিব খান আছেন। নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইলো।
আরও পড়ুন: রানির মৃত্যু: 'দ্য ক্রাউন' সিরিজের প্রোডাকশন স্থগিত
দোয়া চেয়ে তিনি লিখেন, আমার জন্য দোয়া করবেন। শাকিব ভাইয়ের সঙ্গে আমার এই প্রজেক্ট প্রথম। ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছু হবে।
ঢালিউড ইন্ডাস্ট্রিতে এখনও সর্বোচ্চ ব্যবসা হয় যেই নায়কের সিনেমা, তিনি শাকিব খান। যদিও এ বছর ঈদে ‘গলুই’ খুব বেশি একটা আলোর মুখ দেখতে পারেনি। তাই বলে এই চিত্রনায়কের জনপ্রিয়তায় এতটুকুও কমেনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এয়ারপোর্টে তার উচ্ছ্বাস সেটিই ইঙ্গিত করে।
আরও পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
অন্যদিকে রায়হান রাফি সদ্য মাথাচাড়া দেয়া ব্যবসায়িক সফল পরিচালক। এখন এই দুজনের এক হওয়া দারুণ কিছু হবে বলেই মনে হচ্ছে। যদিও সিনেমাটি নিয়ে সামনে বিস্তারিত জানতে এ নিয়ে আলোচনা আরও বিসদ হতো। এখন অপেক্ষা ইন্ডাস্ট্রির দুই তুরুপের তাস ঢাকাই সিনেমায় নতুন কী নিয়ে আসতে পারে।
শরৎ অফারে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দর্শকদের মালদ্বীপে ট্রিপ জেতার সুযোগ
দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য বিশেষ একটি শরৎ অফার নিয়ে এসেছে, এই সিনেমা হলের দর্শকদের ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের টিকিট জেতার সুযোগ করে দিচ্ছে।
বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীরা দুদিনে ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের টিকেট পাবেন।
আরও পড়ুন: স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে টিকিটটি দেয়া হবে, এবং এই আকর্ষণীয় অফারটি স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় যেকোনো সিনেমা দেখে উপভোগ করা যাবে।
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, দর্শকরা স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের কথা বিবেচনা করে আমরা নানারকম পদক্ষেপ নিয়ে থাকি; দর্শক যত বেশি সিনেমা দেখবে, দেশের চলচ্চিত্র শিল্প ততো বড় হবে।’
আরও পড়ুন: রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন
দর্শকদের সিনেমা দেখতে উৎসাহিত করার জন্য আমরা প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি এবং মৌসুমী অফার ঘোষণা করি। গত
জুন মাসে আমরা আমাদের ‘ক্রেজি সামার অফার’ মাধ্যমে একজনকে বিজয়ীদের ঘোষণা করেছি এবং প্রথম পুরস্কার হিসেবে তখন কক্সবাজারের হোটেল সায়মন-এ এক রাত থাকা এবং বিমানে আসা-যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
মেসবাহউদ্দিন আহমেদ বলেন, সারা বছর আমাদের এমন অনেক ইভেন্ট থাকেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এই অফারগুলো সম্পর্কে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিস্তারিত পাওয়া যাবে।
দগ্ধ কৌতুক অভিনেতা রনি সুস্থ হয়ে উঠছেন
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তিনি বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তার অবস্থা আগের চেয়ে ভালো এবং অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা জামিল হোসেন।
জামিল ইউএনবিকে বলেন, ‘রনি আমাদের প্রিয় সহকর্মী। আমরা তার পাশে আছি। দুই দিন ধরে তার খাওয়া ও কথা বলা স্বাভাবিক রয়েছে। যেহেতু বার্ন চিকিৎসা সময় সাপেক্ষ তাই রনির পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তার এক্সরে রিপোর্ট সবগুলোই ভালো। সবাই দোয়া করবেন।’
আরও পড়ুন: ফের আলেচনায় ব্রিটিশ রাজা চার্লসকে পদ্মিনীর চুমু
জানা যায় আবু হেনা রনির খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ। এছাড়া জামিলসহ আরও অনেক সহকর্মী হাসপাতালে বিভিন্ন সময় আসছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।
এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় ওই দিনেই সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে।
আরও পড়ুন:গাজীপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ২ জন দগ্ধ
মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহির কোলে জুড়ে নতুন অতিথি আসছে। আর মা হওয়ার বিষয়ে নায়িকা নিজেই গণমাধ্যমে জানিয়েছেন।
মাহিয়া জানিয়েছেন যে দুমাস আগে এই আনন্দের খবরটি জেনেছেন তিনি।
আরও পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
মাহি বলেন, এই ভালোলাগা সবকিছুর মতো প্রকাশ করার মত নয়। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। হয়তো সাত মাস পর নতুন অতিথি আগমনের খবরটি দিতে পারব।
আরও পড়ুন: ৩৫ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি: নুসরাত ফারিয়া
গত বছর ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ০৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি৷ বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।
উল্লেখ্য, সম্প্রতি মাহির নতুন সিনেমা ‘লাইভ’মুক্তি পেয়েছে । এতে সায়মন সাদিকের বিপরীতে তিনি অভিনয় করেছেন।
৩৫ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি: নুসরাত ফারিয়া
বহুদিন বড়পর্দায় দেখা নেই নুসরাত ফারিয়ার। এর মাঝে প্রায় তিন বছর কেটে গেছে। তবে সেই প্রতিক্ষার অবসান ঘটায় নায়িকার মুখে হাসি ফুটল। নতুন সিনেমার খবর নিয়ে আবারও তিনি গণমাধ্যমের সামনে এলেন। আর খানিকটা আবেগিও হয়ে উঠলেন।
আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপনের নির্মাণে দীর্ঘ প্রতিক্ষীত ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটিতে একজন বাঘ গবেষকের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমানসহ অনেকে।
আরও পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
‘অপারেশন সুন্দরবন’ মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আরও উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন: রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
সংবাদ সম্মেলনে সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে নুসরাত ফারিয়ার বলেন, সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। শুটিংয়ের সময় নেটওয়ার্কের বাইরে ছিলাম। ৩৫ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আজ আমি অনেক ইমোশনাল। সবচেয়ে বড় কথা, এতো বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত র্যাব যে পরিমাণ অ্যাফোর্ট দিচ্ছে, সেটা অবিশ্বাস্য। আশা করি আপনার অপারেশন সুন্দরবনের কাছে থাকবেন।
গতকাল নুসরাত ফারিয়ার জন্মদিন ছিল। এমন বিশেষ দিনে সিনেমাটি মুক্তির ঘোষণা আনন্দ কয়েক গুণ বেড়ে গেছে নায়িকার।
আরও পড়ুন: ‘শুল্কপক্ষ’ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে: সুনেরাহ
তিনি বলেন, আজ আমার জন্মদিন। এমন একটা দিন স্পেশাল করে দিয়েছে ‘অপারেশন সুন্দরবন’। অনেকদিন পর এতো ক্যামেরা দেখছি। সেই ২০১৯ সালে আমার শেষ সিনেমা‘শাহেনশাহ’মুক্তি পেয়েছিল। এরপর আজ এতো মানুষের সামনে আসা। ধন্যবাদ র্যাবকে, এই বিগ বাজেটের ছবিতে সুযোগ করে দেয়ার জন্য।
‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর
অনেকদিন ধরেই মুক্তির প্রতিক্ষায় ছিল মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’। অবশেষে তার শেষ হলো। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫) অনুদান পাওয়া সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
মাহমুদ দিদার বলেন, “মুক্তির আগেই ‘বিউটি সার্কাস’ নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। চলচ্চিত্রটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। যেহেতু সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র সে কারণেই সরকারের প্রতি দায়বোধ থেকে আমরা মাননীয় তথ্যমন্ত্রীর হাতে আমার ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টারটি উপহার দেই। আশা করছি আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এই দারুণ চলচ্চিত্রটি দর্শক উপভোগ করবেন সিনেমা হলে গিয়ে।”
১ সেপ্টেম্বর রাত ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মোচিত হয়েছে ‘বিউটি সার্কাস’-এর পোস্টার। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন।
পড়ুন: অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিনেমা
২০১৭ সালে নির্মাণ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লাগে। করোনা মহামাহারির কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটির মুক্তি। চলচ্চিত্রটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি, প্রমুখ।
পড়ুন: দিন- দ্য ডে: ৪ কোটির সিনেমা ১২০ কোটি বলে প্রচার
চলচ্চিত্রটিতে জয়া আহসান সেজেছেন সার্কাসকন্যা ‘বিউটি’রূপে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলবো এই কাজটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কোনোদিন যাননি আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয় যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন। এমনি একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল সার্কাস- প্রদর্শনকারী সেজে তাও আবার এক জম্পেশ সার্কাসের স্টেজে! সার্কাস এর এই পুরো অভিজ্ঞতাটাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, সামনে থেকে কখনো দেখার সুযোগ হয়নি বলে।’
আরও পড়ুন: বাণিজ্যিক সিনেমায় অনুদান বন্ধের দাবি: চলচ্চিত্র পরিষদের প্রতিবাদ
ফের বিয়ে উদযাপন করলেন লোপেজ-আফ্লেক
জর্জিয়ার সাভানাহতে পরিবার ও বন্ধুদের সামনে দ্বিতীয়বার বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন হলিউড তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন আফ্লেক।
এর আগে গত মাসে লাস ভেগাসের একটি উপাসনালয়ে ছোট পরিসরে তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছিল। সেসময় তাদের বন্ধু ও পরিবার জর্জিয়ায় ছিল।
পিপল ম্যাগাজিনের সূত্রমতে, শনিবার তাদের সন্তানদের উপস্থিতিতে জর্জিয়ার সাভানাহতে আফ্লেকের বাড়ির বাইরে তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়।
এই তারকা জুটি গত মাসে লাস ভেগাসে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি অফিসিয়ালি ভক্তদের জানাতে লোপেজ তার ‘অন দ্যা জে লো’ নিউজলেটারে শেয়ার করেছেন।
গত মাসে জেনিফার বেন আফ্লেক লেখেন, ‘ভালোবাসা সুন্দর। ভালোবাসা মহৎ। প্রেম ধৈর্য্যশীল। বিশ বছরের ধৈর্য্য।’
২০০০ সাল থেকে ৫৩ বছর বয়সী লোপেজ ও ৫০ বছর বয়সী আফ্লেক জুটি বিখ্যাত হয়েছেন। তারা ২০০৩ সালে ‘গিগলি’ ও ২০০৪ সালে ‘জার্সি গাল’ –এ অভিনয় শুরু করে বাগদান করলেও তারা এতদিন বিয়ে করেননি।
গত বছরের ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেট ডেবিউ প্রদর্শন এবং প্যারিসে তাদের সাম্প্রতিক হানিমুন এবং প্যারিসে তাদের রোম্যান্স পুনরুজ্জীবিত করার পর থেকে পাপারাজ্জিরা এই দম্পতিকে ভীষনভাবে অনুসরণ করেছে।
রবিবার এই যুগলের কোনো প্রতিনিধি তাদের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন: অবশেষে বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন
চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে জেনিফার লোপেজ