রবিবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন স্কটিশ গায়ক-গীতিকার অ্যানি লেনক্স।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, গত অক্টোবরের শেষের দিকে ‘আর্টিস্ট ফর সিজফায়ার ডট ওআরজি’এর মাধ্যমে মার্কিন কংগ্রেস এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে গাজা ও ইসরায়েলে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানায় তারা। সংগঠনটির দেওয়া একটি বিবৃতিতে সই করা ৩০০ জনের বেশি শিল্পী, অভিনেতা ও প্রচারকদের মধ্যে লেনক্স একজন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৩ জানুয়ারি পর্যন্ত ওই চিঠিতে সই করেছেন আমেরিকা ফেরেরা, জর্ডান পিল, গ্রেসি আব্রামস, জেনিফার লোপেজ, বেন অ্যাফ্লেক, আমান্ডা গোরম্যান, ডুয়া লিপা, জন স্টুয়ার্ট ও ড্রেক।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে: স্বস্তিকা
‘আর্টিস্ট ফর সিজফায়ার অর্গানাইজেশন’-এর বিবৃতিতে বলা হয়,‘আমরা এখানে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের নিরাপদে প্রত্যাবর্তন এবং গাজায় বেসামরিক নাগরিকদের তাৎক্ষণিক মানবিক সহায়তা সরবরাহের জন্য বিশ্বব্যাপী আহ্বানকে জোরদার করতে চাই।’
‘আমরা মানবতার পক্ষে এবং সব মানুষের জন্য স্বাধীনতা, ন্যায়বিচার, মর্যাদা ও শান্তির ভিত্তিতে নিহিত ভবিষ্যৎ বলে মনে করি। আমরা চুপ থাকতে পারি না। সহানুভূতির জয় হওয়া উচিত।’
প্রতিবেদনে বলা হয়, গ্র্যামির রেড কার্পেটে দাঁড়িয়ে গায়িকা ও সোশ্যাল মিডিয়া তারকা মন্টানা টাকার ইসরায়েলি জিম্মিদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
সিএনএনকে টাকার বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি এখন যা চলছে তা অত্যন্ত স্পর্শকাতর। এক্ষেত্রে রাজনৈতিক নয় কেবল মানবিক হতে হবে।’