প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের টেলিভিশনগুলো তাদের আয়োজন সাজিয়েছে বিশেষ মোড়কে। যেখানে রয়েছে নাটক, সিনেমা, গান, নৃত্য ও বিশেষ অনুষ্ঠান।
দেখে নেওয়া যাক কী রয়েছে সেই আয়োজনগুলোতে।
বিটিভি
মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘পরান পাখি’ প্রচারিত হবে রাত ৯টায়। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, রেজমিন সেতু, ইভান, কাব্য, মনি, মেহরীন ও টুটুল চৌধুরী।
এছাড়াও চ্যানেলটিতে সারাদিন প্রচারের তালিকায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’। স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’, ‘কথা সাহিত্যে অমর একুশে’ প্রচারিত হবে।
এটিএন বাংলা
সকাল সাড়ে ৮টায় প্রচার হবে ‘বর্ণ সুবর্ণ’। সাড়ে ৯টায় দেখানো হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘আমি বাংলায় কথা কই’। সাড়ে ১০টায় প্রচার হবে কবিতা নিয়ে অনুষ্ঠান ‘আ মরি বাংলা ভাষা’।
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইশারায় ভাষা শিক্ষার অভিধান’ চালু করল ইউএনডিপি
দুপুর ১টা ৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ইচ্ছেমত’। বেলা ৩টায় দেখানো হবে সিনেমা ‘বাংলা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে তথ্যচিত্র ‘একুশ ১৯৫২’। ৮টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘সময়ের গল্প’।রাত ১০টা ৫০ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাষা আমার’।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে তথ্যচিত্র ‘স্মৃতির মিনার’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নড়াইল থেকে সরাসরি সম্প্রচার হবে দীপশিখা প্রজ্জ্বলন অনুষ্ঠান ‘একুশের দ্বীপ জ্বেলে’। এ অনুষ্ঠানে এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
রাত সাড়ে ১০টায় রয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
চ্যানেল আই
চ্যানেল আইয়ের আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘একজনই সোহেল রানা’, সিনেমা ‘ফাগুন হাওয়ায়’, নাটক, ‘অঙ্গীকার’, ‘একুশ বছরে হৃদয়ে মাটি ও মানুষ’, ‘প্রকৃতির ভাষা’সহ বিভিন্ন অনুষ্ঠান।
সকাল সাড়ে ৭টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফকীর সিরাজ, পাখি বিশারদ ইনাম আল হকের অংশগ্রহণে দেখানো হবে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সকাল সাড়ে ১১টায় প্রচার হবে ‘একুশের কবিতা’। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে ‘একুশের লাল গোলাপ’।
আরও পড়ুন: শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
দুপুর আড়াইটায় দেখানো হবে ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। অভিনয় করেছেন- নূশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ভাষা আন্দোলনের উপর নির্মিত নাটক ‘অঙ্গীকার‘। রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। রাত সাড়ে ১০ টায় দেখানো হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির ভাষা’।
দুরন্ত টিভি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। এতে এবারের অতিথি থাকবেন ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার সঙ্গে গল্পে মাতবেন টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের মাসরুর রেজা ও নাজাহ আলাইনা।
দুরন্ত টিভি জানায়, মহীয়সী এই নারীর অভিজ্ঞতার যে ঋদ্ধ ভাণ্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে। বুধবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।
দুরন্ত টিভিতে আরও থাকছে সকাল ১০টায় ‘অ আ ক খ’, সকাল সাড়ে ১১টায় ‘একুশের গল্প’, বিকাল ৫টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আ মরি বাংলা ভাষা’ ও দুপুর ৩টায় সিনেমা ‘মানুষ’।
আরও পড়ুন: অমর একুশে: ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাভিশন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও বিশ্বব্যাপী বাংলা ভাষার অবস্থানসহ আরো নানান দিক নিয়ে ‘দিন প্রতিদিন’ এর বিশেষ এই পর্ব।
উক্ত অনুষ্ঠানে অতিথি শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক; বর্তমান সময়ের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা চর্চা ও মন-মননে ধারণ করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। নাবিলা মুস্তারি’র সঞ্চালনায় ও আফিয়া বৃষ্টির প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ এর বিশেষ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা ৩০ মিনিটে।
মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও ভাষা শহীদদের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার মাতৃভাষা’। উক্ত অনুষ্ঠানে অতিথি কথাশিল্পী ও শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ৫টা ৪০ মিনিটে।