৩০ জানুয়ারি করোনার রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু তবুও বাড়ি ফেরা হলো না কিংবদন্তি লতা মঙ্গেশকরের। রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কোকিলকণ্ঠী।
তার মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া।
গত ১১ জানুয়ারি করোনায় আক্রন্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। শুরুতে অবস্থার অবনতির কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি অবস্থার উন্নতির পথে ছিলেন তিনি।
লতা মঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর। তিনি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের এক মারাঠি পরিবারে। বাবা দীননাথ মঙ্গেশকর মারাঠী, তবে শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। মা সেবন্তী ছিলেন কোঙ্কনী গায়িকা। বাবা-মায়ের কাছ থেকেই শৈশবে গানের প্রতি টান তৈরি হয় লতার।
১৩-১৪ বছর বয়সেই মারাঠি সিনেমায় গানের সুযোগ পান লতা মঙ্গেশকর। এরপর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান করেন। ‘মজবুর’ ছবিতে। পঞ্চাশ, ষাট-সত্তরেরর দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত নিয়মিত প্লে-ব্যাক করেন লতা মঙ্গেশকর। বাংলাসহ ৩৬টি ভাষায় প্রায় ৭ হাজার ৫০০ গান করেছেন এই কিংবদন্তি।
আরও পড়ুন: চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর