উপস্থিত দর্শকদের সামনে নিজের জীবনের হতাশার কাহিনী তুলে ধরে জোরালো বক্তব্য পেশ করলেন দীপিকা। হতাশার সঙ্গে তার লড়াই কীভাবে এই নিয়ে সচেতনতা প্রচারের কাজের ক্ষেত্রে তাকে অনুপ্রেরণা জুগিয়েছে, সেই গল্পই দর্শকদের সঙ্গে শেয়ার করেন তিনি।
দীপিকা পাডুকোন হলেন বলিউডের শীর্ষস্থানীয় তারকা, যিনি মানসিক স্বাস্থ্যকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেছেন। তিনি ‘লিভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। যারা হতাশায় ভুগছেন, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সংস্থা। খবর এই সময়।
বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলিউড সুন্দরী বলেন, 'আমি যখন এই পুরস্কার গ্রহণ করছি, তখনই বিশ্ব আরও একজন আত্মঘাতীকে হারিয়েছে। হতাশা ও মানসিক অসুস্থতার জন্য বিশ্ব অর্থনীতিতে এক ট্রিলিয়ন ডলারের প্রভাব পড়ে।'
'হতাশা একটা সাধারণ মেডিকেল অসুস্থতা। এটা বুঝতে হবে যে হতাশা অন্যান্য রোগের মতোই, আর এর চিকিৎসা করা যায়। সেরে ওঠার প্রথম পদক্ষেপ হল এই অসুস্থতার কথা মেনে নেয়া। নিজের অভিজ্ঞতার থেকেই লিভ লাভ লাফ গড়ে তোলার অনুপ্রেরণা পাই,’ উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষে দীপিকা বলেন, 'এর সঙ্গে আমার ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক আমাকে অনেক কিছু শিখিয়েছে। যারাই এই সমস্যায় ভুগছেন, তাদের বলতে চাই আপনি একা নন।'