মায়ের মৃত্যুর চারদিন পর বুধবার মুম্বাইয়ে মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। খবর গালফ নিউজের।
ইরফান নিউরো এন্ডোক্রাইন টিউমারে ভুগছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ও ইরফানের ঘনিষ্ঠ বন্ধু সুজিত সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খানকে স্যালুট জানিয়ে তিনি বলেন, ‘প্রিয় বন্ধু ইরফান, তুমি যুদ্ধ করেছ। আমি তোমার জন্য গর্বিত। আমাদের আবারও দেখা হবে।’
তারা দুজনে একসাথে ‘পিকু’ সিনেমায় কাজ করেন।
এর আগে গত শনিবার ইরফানের মা সৈয়দা বেগম (৮২) মারা যান। কিন্তু লকডাউন থাকার কারণে মাকে শেষবারের মতো দেখতে পাননি এ বলিউড অভিনেতা। ওইদিনই দেশের বাড়ি জয়পুরে শেষকৃত্য সম্পন্ন হয় তার।
ইরফান খানকে শেষ দেখা গেছে ‘ইংলিশ মিডিয়াম' ছবিতে। ছবিতে তার বিপরীতে দেখা গেছে কারিনা কাপুর, রাধিকা মদনকে। করোনভাইরাস এবং লকডাউনের কারণে ছবিটি বক্স অফিসে খুব বেশি আয় করতে না পারলেও গল্পটি বেশ প্রশংসিত হয়েছে।