ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ ব্যাপক প্রশংসিত হয়েছে। চলচ্চিত্রটির নির্মাতারা জানিয়েছেন, আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্রটি এখন বিশ্বব্যাপী বিভিন্ন মহাদেশে মুক্তির জন্য প্রস্তুত।
এরই ধারাবাহিকতায় সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশি চলচ্চিত্রের গৌরব অর্জন করবে সিনেমাটি।
সোমবার (৩ জুলাই) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে চলচ্চিত্রটির মূল অভিনেতা আফরান নিশো ও তমা মির্জা, পরিচালক রায়হান রাফি, চরকির সিইও রেদওয়ান রনি এবং আলফা-আই ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সাংবাদিকদের কাছে বিশ্বব্যাপী মুক্তির বিবরণ সহ চলচ্চিত্র সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
এসময় সাংবাদিকদের উদ্দেশে শাহরিয়ার শাকিল বলেন, আমাদের বিশ্বব্যাপী মুক্তির অংশ হিসেবে ‘সুড়ঙ্গ’ পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের সাতটি দেশে মুক্তি পাবে। এটি সম্ভবত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র, যা সৌদি আরবে মুক্তি পাবে। কারণ এই দেশের প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে নিশোর প্রচুর ভক্ত রয়েছে।’
শাকিল আরও বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও সুড়ঙ্গ-এর মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছি। এটি ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি ও ডারউইনসহ ছয়টি শহরে এবং তারপর ২১ জুলাই নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। তারপর ২৮ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে মুক্তি দেওয়া হবে।’
প্রেস ব্রিফিংয়ে, 'সুড়ঙ্গ'-এর নির্মাতারা জানিয়েছেন যে ছবিটি আমদানি-রপ্তানি নীতির অধীনে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর মুক্তি দেওয়ার কথা রয়েছে।
এসভিএফ হল ভারতের অন্যতম ফিল্ম কনগ্লোমারেট, এবং সুড়ঙ্গ ইতোমধ্যেই অনুমোদনের জন্য ভারতীয় সেন্সর বোর্ডে পাঠানো হয়েছে। ছবিটির অনুমোদন পেলে ভারতজুড়ে ব্যাপক হারে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।
তারা আরও জানান, ‘মধ্যপ্রাচ্যে ‘সুড়ঙ্গ’ আরবি সাবটাইটেল সহ মুক্তি পাওয়ার কথা রয়েছে।’
ঈদুল আজহার দিনে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সারাদেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে সফলভাবে চলছে।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’