নিজের মেয়ে শ্বেতাকে নিয়ে এক হাজার কৃষকের ঋণ পরিশোধে সাহায্য করেছেন ‘বিগ বি’।
নানা কারণে ফসলের ক্ষতি হওয়ায় বিভিন্ন সময় ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন এসব কৃষক। পরে তাদের অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে ভারতীয় মিডিয়ার খবরে প্রকাশ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এসব কৃষকের বাড়ি উত্তরপ্রদেশে।
শুধু ঋণ শোধই নয়, ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ওটিস (ওয়ান টাইম সেটলমেন্ট)এর ব্যবস্থাও করে দিয়েছেন অমিতাভ।
এই বলিউড অভিনেতা টুইটারে লেখেন, ‘মেয়ে শ্বেতা নিজের হাতে ওদের ওটিএস করে দিল। মেয়েরা হয় ঘরের লক্ষ্মী। আর লক্ষ্মী নিজে হাতে লক্ষ্মী দিলেন।’
এছাড়া মেয়ে শ্বেতার বেশ কিছু ছবিও শেয়ার করেন অমিতাভ বচ্চন। একটি ট্রেনের পুরো কামরা ভাড়া করে ৭০ জন কৃষককে ব্যক্তিগতভাবে ডেকে তাদের হাতে ওটিএস ব্যবস্থা করে দেন তিনি।
তাছাড়া এবারই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে ৩৫০ জন কৃষকের ঋণ শোধ করে তাদের পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন।