বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রবিবার (১০ মার্চ) এই পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি। এ বছর বিশ্বব্যাপী যারা এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন তারা হলেন-
সেরা ছবি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন 'পুওর থিংস' সিনেমার এমা স্টোন।
শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানজনক অস্কার জয় করেছেন - সিলিয়ান মারফি, ‘ওপেনহাইমার’।
সহ অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র- ‘ওপেনহাইমার’।
সহ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন - দা'ভাইন জয় র্যান্ডল্ফ- ‘দ্য হোল্ডওভারস’।
সেরা পরিচালক হিসেবে এ বছরের অস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান- ‘ওপেনহাইমার’।
লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছে ‘দ্যা ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগারে’।
ধ্বনি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’ -এর টার্ন উইলার্স এবং জনি বার্ন।
অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার,’-এর লুডভিগ গোরানসন।
আরও পড়ুন: ‘অস্কার অব ফুড’-এর তালিকাভুক্ত হলেন বাংলাদেশি-আমেরিকান শেফ গুলশান