১৯৪৭ সালের দেশ ভাগের প্রেক্ষাপটে রচিত কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেশান্তর’। সরকারি অনুদানে সিনেমাটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর।
সিনেমায় অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তার বিপরীতে রয়েছেন অভিনেতা আহমেদ রুবেল। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে-মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক, ইয়াশ রোহান, রোদেলাসহ আরও অনেকে।
নির্মলেন্দু গুণের একই শিরোনামের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে আশুতোষ সুজন ইউএনবিকে বলেন, ‘আমাদের দেশে উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ বেশ চ্যালেঞ্জের। আমাদেরও অনেক চড়াই-উৎরাই পার করে সিনেমাটি নির্মাণ করতে হয়েছে। তবে আমাদের চেষ্টায় কোনো ঘাটতি রাখিনি। গল্পটাকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করি দর্শকরা দেখার পর সেটি বুঝবে।’
সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে পরিচালক আরও বলেন, ‘সিনেমাটি মূলত দেশভাগের সময়ের গল্প নিয়ে। যেখানে দেশপ্রেম ও (মানব) প্রেম দেখানো হয়েছে। দেশকে ভালোবেসে মাটিকে আঁকড়ে থাকার গল্প এতে দেখা যাবে।’
১১ নভেম্বর সিনেমাটির মুক্তির আগে ৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে সিনেমাটি প্রসঙ্গে আরও বিস্তারিত বলা হবে বলে জানান আশুতোষ সুজন।
আরও পড়ুন: মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
প্রথমবার ১০০ কোটির ক্লাবে পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’
ক্যাটরিনার স্বামী ভিকি’র ওপর গোয়েন্দাগিরি করতে চান সালমান খান!