সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী সাইদুর রহমান মানিক আদালতে জামিন শুনানি করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন এ খবর নিশ্চিত করে বলেন, ‘এ মামলায় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল। পরে তাদের কারাগারে পাঠানো হয়।’
আরও পড়ুন: শাকিবের ‘নবাব এলএলবি’ সিনেমার পোস্টার প্রকাশ
‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি গত বছরের ১৬ ডিসেম্বর ‘আই থিয়েটার’ নামক একটি অ্যাপে মুক্তি পায়। ওইদিন চলচ্চিত্রটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়। বাকি অর্ধেক ১ জানুয়ারি মুক্তি দেওয়ার কথা ছিল।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।
ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন বাদী হয়ে রমনা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।