পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন জয়া আহসান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশ করা প্রজ্ঞাপনে জানা যায় ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য এবারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটি যৌথভাবে পাচ্ছে জয়া আহসান এবং ‘শিমু’ সিনেমার জন্য পাচ্ছেন রিকিতা নন্দিনী শিমু।
এই ঘোষণার পর থেকে অভিনন্দন ও ভক্তদের ভালোবাসা পাচ্ছেন জয়া আহসান।
তিনি গণমাধ্যমে এ নিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কার অবশ্যই ভীষণ আনন্দের খবর। ভালো একটি কাজের প্রাপ্তি। খবরটি প্রকাশের পর অনেকের শুভেচ্ছা পাচ্ছি। ‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ। সবার পরিশ্রমের কারণেই আমার এই অর্জন।”
উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় জয়া আহসানের ব্যাপক জনপ্রিয়তা। সম্প্রতি ওপার বাংলায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দশম অবতার’। সিনেমাটির প্রচারের জন্য জয়া সেখানেই এখন ব্যস্ত রয়েছেন।
২০২২ সালের ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। জয়া আহসানের সঙ্গে যৌথভাবে ‘শিমু’ সিনেমার জন্য পুরস্কার জিতেছে রিকিতা নন্দিনী শিমু।