অর্ধযুগ পূর্ণ করল তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় জনপ্রিয় এফএম শো ‘রাতাড্ডা উইথ তানভীর’।
জাগো এফএম ৯৪.৪ এ গত ছয় বছরে তিনশতাধিক পর্বে শোবিজ জগতের নানান পর্যায়ের গুণীজনদের নিয়ে আড্ডা দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে তানভীর তারেক ইউএনবিকে বলেন, ‘আজ থেকে ছয় বছর আগে ঠিক ফেব্রুয়ারির শেষ দিকেই এই রাতাড্ডা শুরু করেছিলাম। জাগো এফএম-এর স্টেশন হেড আরজে উদয় আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। আমি গিয়ে বললাম- এখনতো ডিজিটাল প্লাটফর্মের সময়। একই সঙ্গে দেখা ও শোনার লিংক থাকতে হবে। শুরুর দিকে দ্বিধা ছিল অনেকের। কিন্তু এটাই এখন ট্রেন্ড হয়ে গেছে।’
আরও পড়ুন: ইশতিয়াকের কথায় তানভীর তারেকের ‘কী লাভ বলো’
অনুষ্ঠানটির বিশেষত্ব নিয়ে তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানটি করার ব্যাপারে আরও একটি বিশেষ আগ্রহ কাজ করেছে, তা হলো- অনুষ্ঠানের দুই ঘন্টার ব্যাপ্তিকাল। টিভি অনুষ্ঠানের ২০ থেকে ৪০ মিনিটের ভেতরে আড্ডা শুরু করতে করতেই ওপাশ থেকে টকব্যাকে প্রডিউসার বলতে থাকেন- তানভীর ভাই এন্ডিং দিয়ে দেন, হাতে আর সময় নেই। কিন্তু রাতাড্ডায় মূলত আমি যাকে নিয়ে আড্ডায় বসি, তার জীবনাচরণ, ভাবনাগুলো প্রকাশ করতে পারি। কিছু কিছু শো দীর্ঘায়িতও করতে পারি। তাই শো-গুলো হয়ে উঠেছে দারুণ ইমোশনাল। কিছু পর্ব ভাইরালও হয়েছে। কিন্তু কখনোই ইস্যুভিত্তিক ভাইরাল করতে হবে বলে কাউকে আলোচনায় বসাইনি।’
‘রাতাড্ডা উইথ তানভীর’ অনুষ্ঠানটি নিয়ে আগামী ভাবনা কি জানতে চাইলে তানভীর তারেক বলেন, ‘বিশেষ কোনো ভাবনা নেই। আমরা এই ছয় বছরে স্টুডিও, অনুষ্ঠান প্রচারের আঙ্গিক বদলিয়েছি অনেকবার। সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের চরিত্র বদলানোর চেষ্টা করেছি। দর্শক কী খাবে, বা কাকে আনলে ভিউ বেশি হবে এসব বিষয়ের চেয়েও আমি জোর দিয়েছি সবসময় কার কাছ থেকে একটি বিষয় নিয়ে দারুণ কিছু অবজারভেশন শুনতে পারব। কারণ, গুণী তারকার ঐ কথাগুলো সারাবছর মানুষ শুনবে, শিখবে। ভাইরাল তো রাত ফুরালেই শেষ হয়ে যায়!’
এ বছর তানভীর তারেক সাংবাদিকতা ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করলেন। একই সঙ্গে গতবছর থেকে প্রতিষ্ঠা করেছেন ‘কোলাহল কমিউনিকেশন’ নামের নতুন একটি ডিজিটাল কন্টেন্ট এজেন্সি’। এখান থেকে স্বাধীন মিউজিক অ্যাপসহ একাধিক ডিজিটাল প্লাটফর্মের জন্য অনুষ্ঠান নির্মাণ করছেন। ৩০ পর্বে ‘তানভীর তারেক শো’ শেষ করলেন সম্প্রতি। এর বাইরে খুব শিগগিরই কোলাহল শর্টফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক ইভেন্ট পরিকল্পনা করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, তানভীর তারেক-এর উপস্থাপনার ক্যারিয়ার ১৭ বছরের। বরেণ্য গণমাধ্যমব্যক্তিত্ব হানিফ সংকেত তাকে উপস্থাপনায় নিয়ে আসেন। তার উদ্যোগেই শুরু করেছিলেন এটিএন বাংলার টকচার্ট অনুষ্ঠান দিয়ে। এরপর একুশে টিভির মিডিয়া গসিপ তানভীরের উপস্থাপনা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। দীর্ঘ আট বছর অনুষ্ঠানটি তিনি গ্রন্থনা ও উপস্থাপনা করেন।